করোনা তথ্য নিয়ে বেইজিংকে স্বচ্ছ হতে বললেন অ্যান্থনি ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৩৩ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৫৩
চীনকে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য জবাবদিহি করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, বেইজিংকে পদক্ষেপ নিতে হবে এবং এই মারাত্মক ভাইরাসের বিষয়ে তথ্য দেওয়ার ক্ষেত্রে তাদের স্বচ্ছ হতে হবে।
সোমবার এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিংকেন একথা বলেন। খবর এএনআইয়ের
ব্লিংকেন বলেন, করোনাভাইরাস সম্পর্কিত তথ্য সরবরাহ করতে চীন সরকার ‘ব্যর্থ’ হয়েছে।
তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে, করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে চীন প্রাণঘাতি এই ভাইরাস সম্পর্কে তেমন কোনো তথ্য দেয়নি। বিশেষজ্ঞদের চীনে ঢুকতে দেওয়া হয়নি। এখানে চীনের স্বচ্ছতার অভাব রয়েছে, যা এই সমস্যাকে আরও গভীর করে তুলছে।
তিনি বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের বিষয়ে তথ্য দিতে চীনকে পদক্ষেপ নিতে হবে এবং এই প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। এটি নিশ্চিত করতে না পারলে আমাদের আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
এর আগে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, করোনা মহামারি এড়ানো সম্ভব ছিল যদি চীন শুরু থেকেই তথ্য দিত। বেইজিং করোনাভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেনি। তারা তথ্য দিলে বিজ্ঞানীরা এই রোগ থেকে বিশ্বকে বাঁচাতে পারতেন।