দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কা গান্ধি

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:৫১
ভারতের উত্তরপ্রদেশের রামপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রিয়াঙ্কার গাড়িতে পিছন থেকে ধাক্কা দেয় তার বহরেরই অপর একটি গাড়ি।
বৃহস্পতিবার সকালে হাপুর রোডে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে গুরুতর কোনো আঘাত পাননি প্রিয়াঙ্কা। সংবাদ সংস্থা এএনআইয়ে খবর।
উত্তরপ্রদেশের কংগ্রেস প্রেসিডেন্ট অজয় কুমার লাল্লু আগেই জানিয়েছিলেন, বৃহস্পতিবার রামপুরে নবনীত নামের এক কৃষকের বাড়িতে যাবেন প্রিয়াঙ্কা গান্ধি।
লাল্লুর দাবি, কানাডা থেকে দেশে ফিরে দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন নবনীত। সেখানেই পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এরপরই ওই নিহত চাষীর পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যাওয়ার ঘোষণা দেন প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, ভারতে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে কংগ্রেস। বিভিন্ন বক্তব্যে কেন্দ্রকে বারবার তুলোধোনা করছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা না পর্যন্ত কৃষকদের বিক্ষোভকে সমর্থন দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
- বিষয় :
- ভারত
- গাড়ি দুর্ঘটনা
- প্রিয়াঙ্কা গান্ধি