ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সু চির অস্ট্রেলীয় উপদেষ্টা আটক

সু চির অস্ট্রেলীয় উপদেষ্টা আটক

সূচির সঙ্গে সিন টার্নেল- ছবি ইরাবতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:২৩ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:০৫

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির অস্ট্রেলীয় উপদেষ্টা সিন টার্নেলকে আটক করা হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনী তাকে আটক করে। গত সোমবারের অভ্যুত্থানের পর এই প্রথম কোনো বিদেশিকে আটক করল সামরিক শাসক।

সিন টার্নেল ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সিন টার্নেল ম্যাসেঞ্জারে সাংবাদিকদের বলেন, 'আমাকে মনে হয় আটক করা হয়েছে। আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে। তবে কোন অভিযোগে মামলা হবে তা জানি না।'

টার্নেলকে আটকের বিষয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন, 'মিয়ানমারে একজন অস্ট্রেলীয় আটকের বিষয়টি উদ্বেগজনক।' এ বিষয়ে জানতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করার কথা জানান তিনি।

উল্লেখ্য, নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে গত সোমবার মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নির্বাচিত এনএলডি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতার দখল নেয়। আটক করা হয় এনএলডি নেতা সু চিসহ দলের অধিকাংশ এমপিকে। প্রেসিডেন্ট উয়িন মিন্টকেও আটক করে সেনাবাহিনী।

আরও পড়ুন

×