ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে বাইডেন প্রশাসন

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে বাইডেন প্রশাসন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১ | ২৩:১০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তিন বছর পর পুনরায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যোগ দিচ্ছে। কাউন্সিল ‘চরম ইসরায়েলবিরোধী’ বলে সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ২০১৮ সালে এটি ত্যাগ করেছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকতা জানিয়েছেন, সোমবার জেনেভাভিত্তিক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে পর্যবেক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের পুনরায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। খবর রয়টার্সের

বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ বিষয়ে বলেছেন,  কাউন্সিলে গঠনমূলক পরিবর্তন ও পরিবর্ধন আনার সর্বোত্তম পন্থা হলো এতে নিয়মতান্ত্রিকভাবে যুক্ত থাকা।

তিনি বলেন, আমরা জানি, বিশ্বজুড়ে যারা নৈরাজ্য ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফোরাম হয়ে ওঠার মতো যোগ্যতা মানবাধিকার কাউন্সিলের রয়েছে। আমরা সংস্থাটির সঙ্গে যুক্ত থেকে নিশ্চিত করতে চাই এটি যেন সেই যোগ্যতার প্রমাণ দিতে পারে।


আরও পড়ুন

×