ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রাম্পবিরোধী তৃতীয় দল গঠনের পরিকল্পনা সাবেক রিপাবলিকানদের

ট্রাম্পবিরোধী তৃতীয় দল গঠনের পরিকল্পনা সাবেক রিপাবলিকানদের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:২২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:৩৭

ট্রাম্পবিরোধীদের নিয়ে একটি তৃতীয় দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এর নেতৃত্বে রয়েছেন রিপাবলিকান পার্টির সাবেক বেশ কিছু নেতা। মধ্য ডানপন্থি নেতারা এ নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনাও শুরু করেছেন। 

যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক আচরণে রিপাবলিকান পার্টির বর্তমান নেতাদের কাছ থেকে আশানুরূপ কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে হতাশ সাবেক নেতারা এ উদ্যোগে শামিল হয়েছেন বলে জানিয়েছেন এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত চারজন নেতা। খবর রয়টার্সের।

বিচ্ছিন্নতাবাদী গ্রুপটিতে রয়েছেন ১২০-এর বেশি সাবেক নেতা-কর্মকর্তা। গ্রুপটি পরিচালিত হবে রক্ষণশীল নীতিতে। শুক্রবার এ নিয়ে নিজেদের মধ্যে জুম কলের মাধ্যমে আলাপ-আলোচনা করেছেন তারা। ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় সংবিধান ও আইনের শাসন মেনে চলা বিষয়ক যে বিধিগুলো লঙ্ঘন করেছেন, তারা সেগুলোকেই সবার ওপরে তুলে ধরতে চান বলে উল্লেখ করেছেন।

এদের পরিকল্পনা হলো, তারা বিভিন্ন নির্বাচনে প্রার্থী দেবেন। তবে মধ্য ডানপন্থি প্রার্থীদেরও সমর্থন দেবে। মধ্য ডানপন্থি প্রার্থীরা রিপাবলিকান, স্বতন্ত্র কিংবা ডেমোক্রেটিক, যে দলেরই হোক, সমস্যা নেই।

হাউস রিপাবলিকান সম্মেলনের সাবেক প্রধান নীতি পরিচালক এবং ২০১৬ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রেসিডেন্ট পদপ্রার্থী ইভান ম্যাকমুলিন বলেন, তিনি আগ্রহী নেতাদের মধ্যে জুমকলের সমন্বয় করেছেন। তারা সবাই ট্রাম্পের খেয়ালিপনা ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দলকে বের করে নিতে চান।

এছাড়া আরো তিনজন নেতা রয়টার্সকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। তবে এখনই নিজেদের নাম প্রকাশ করতে চান না তারা।

তবে উদ্যোক্তাদের অনেকের নাম এরই মধ্যে প্রকাশ পেয়েছে। এদের মধ্যে রয়েছেন ট্রাম্পের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ উপদেষ্টা জন মিটনিক, সাবেক কংগ্রেস সদস্য শার্লি ডেন্ট, ট্রাম্পের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব স্টাফ এলিজাবেথ নিউম্যান এবং ট্রাম্পের আরেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কর্মকর্তা মাইলস টেলর।

আরও পড়ুন

×