ক্যাপিটল হিলে সহিংসতা তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হবে: ন্যান্সি পেলোসি

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:২৮
যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ক্যাপিটল হিলে যে সহিংস ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখার জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে।
গত ৬ জানুয়ারি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা ক্যাপিটল হিলে ঢুকে ভাঙচুরসহ সহিংসতায় লিপ্ত হয়। ওই ঘটনায় দুইজন পুলিশসহ ৫ জন নিহত হন। ট্রাম্পের নিজেরও এতে সমর্থন ছিল বলে দাবি করা হয়েছে। খবর বিবিসির।
আইন প্রণেতাদের কাছে লেখা এক চিঠিতে ন্যান্সি পেলোসি বলেন, ২০০১ সালে নিউইয়র্কে ও পেন্টাগনে হামলার তদন্ত যেভাবে হয়েছিল, ৬ জানুয়ারির ঘটনার তদন্তও সেভাবে করা হবে। কীভাবে ওই হামলার ঘটনা ঘটল, তার পেছনের সত্যোদ্ঘাটন অবশ্যই করা হবে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।
ওই সহিংসতার পেছনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইন্ধন ছিল এমন দাবি করা হলেও সিনেটে তাকে সে ব্যাপারে দায়মুক্ত ঘোষণা করা হয়। তবে ডেমোক্র্যাট ও কিছু রিপাবলিকান সদস্য ওই ঘটনার তদন্ত করার ব্যাপারে স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে সমর্থন যোগান।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রাসেল অনরের বরাত দিয়ে চিঠিতে পেলোসি বলেন, ওই ঘটনায় ক্যাপিটল হিলের নিরাপত্তা ব্যবস্থার ফোঁকরগুলো সামনে চলে এসেছে।
হাউস স্পিকার বলেন, ক্যাপিটল হিলে হামলা ও এর পেছনের কারণগুলো খুঁজে বের করে তদন্ত কমিশন তাদের রিপোর্ট দেবে। ক্যাপিটল হিলের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও সদস্যদের সুরক্ষার জন্য কংগ্রেসকে আরো অর্থ বরাদ্দ করতে হবে।
এদিকে হাউস রিপাবলিকানদের একটি দল সোমবার হাউস স্পিকারকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন, তাদের দলের নিরাপত্তার ব্যাপারে তাদের সঙ্গে আলাপ করে কোনো পরামর্শ নেওয়া হয়নি।