ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মিয়ানমারে এনএলডির স্থানীয় নেতা ও তার ভাইপোকে কুপিয়ে হত্যা

মিয়ানমারে এনএলডির স্থানীয় নেতা ও তার ভাইপোকে কুপিয়ে হত্যা

পুইন্ট ফিউ শহরতলীতে শুক্রবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যায় - ইরাবতী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১ | ০৩:৩৫

মিয়ানমারে ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) স্থানীয় এক নেতা ও তার ভাইপোকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সেনাসমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (ইউএসডিপি) সদস্যরা শুক্রবার ম্যাগওয়ে শহরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন। খবর ইরাবতীর

স্থানীয় খায়ুং গন গ্রামের এক এনএলডি নেতা ইরাবতীকে জানান, জান্তা সরকারের সামরিক কাউন্সিলের সদস্যরা বৃহস্পতিবার পুইন্ট ফিউ শহরতলীর একটি গ্রামে পরিদর্শনের জন্য গেলে সেখানে ইউএসডিপি সদস্যরা তাদের স্বাগত জানায়। পাশাপাশি গ্রামবাসী ও এনএলডি সমর্থিত গ্রুপ তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ইউএসডিপি সদস্যরা পুলিশ ও সেনাসদস্যদের খবর দিলে তারা এসে গুলি চালিয়ে বাধাদানকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে গ্রামবাসীদের সতর্কতার কারণে ওইদিন কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরপর শুক্রবার সকালে ২০ জনের বেশি ইউএসডিপি সদস্য ওই গ্রামে গিয়ে হামলা চালায়। হামলায় উ থেই নেয়িং নামে স্থানীয় এনএলডি চেয়ারম্যান ও তার ভাইপো কো নান ওয়েই অং ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় আহত হন দু’জন।

আহতদের একজন জানান, হামলাকারীরা শুধু কুপিয়ে হত্যা করেই ক্ষান্ত হয়নি, নিহতদের মৃতদেহও টেনে নিয়ে যায়।

হামলাকারীদের মধ্যে গত নির্বাচনে নিম্মকক্ষের সদস্য পদপ্রার্থী একজন  ইউএসডিপি সদস্যও ছিলেন বলে জানিয়েছে গ্রামবাসী। তাদের অভিযোগ, পুলিশ ওই হামলাকারীসহ কাউকেই এখনো গ্রেপ্তার করেনি।

আরও পড়ুন

×