টিকা নিলেন দালাইলামা

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২১ | ১১:০৫
করোনার টিকা নিয়েছেন তিব্বতের স্বেচ্ছায় নির্বাসিত আধ্যাত্মিক ধর্মগুরু দালাইলামা। শনিবার ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেন তিনি। খবর বিবিসির।
দালাইলামা বলেন, 'এটি (টিকা) খুবই কার্যকর, খুব ভালো। কিছু গুরুতর সমস্যা প্রতিরোধে সবার টিকা নেওয়া উচিত।'
হিমাচলের কাংরা জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. গুরদর্শন গুপ্ত বলেন, টিকাকেন্দ্রে সাধারণ মানুষের মতো টিকা নেওয়ার প্রস্তাব দেন দালাইলামা। নিরপাত্তার বিষয়টি মাথায় রেখে আমরা সকালেই তাকে টিকা দেওয়ার আয়োজন করি।
গত বছর দালাইলামা বিবিসিকে বলেছিলেন, 'করোনা মহামারি আমাদের সহনশীলতার বোধকে আরও জাগ্রত করল।'
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়। জুলাই মাসের মধ্যে 'অগ্রাধিকার' ভিত্তিতে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।