ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রায় ২০ হাজার ভ্যাকসিন পুড়িয়ে দিল মালাবি

প্রায় ২০ হাজার ভ্যাকসিন পুড়িয়ে দিল মালাবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২১ | ০৬:০৯ | আপডেট: ১৯ মে ২০২১ | ০৬:২০

আফ্রিকার দেশ মালাবিউতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রায় ২০ হাজার ডোজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

জনগণ যে ভ্যাকসিন পাচ্ছেন তা যেন নিরাপদ হয়; এমন বিষয় নিশ্চিত করতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ভ্যাকসিনের ১৯ হাজার ৬১০ ডোজ প্রকাশ্যে পুড়িয়ে দেওয়ার ঘটনা আফ্রিকার কোনও দেশে এটিই প্রথর্ম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রাথমিকভাবে মেয়াদোত্তীর্ণ ডোজগুলি ধ্বংস না করার জন্য অনুরোধ করেছিল, তবে এখন তাদের পরামর্শ পরিবর্তন করেছে সংস্থাটি।

বিবিসির বলছে, মালাবিতে ভ্যাকসিন গ্রহণের প্রতি মানুষের উৎসাহ কম। তবে দেশটির স্বাস্থ্যকর্মীরা আশা করছেন, এই পদক্ষেপের ফলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

এক কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ মালাবিতে এরই মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩৪ হাজার ২৩২ জনের শরীরে; এতে প্রাণ হারিয়েছেন এক হাজার ১৫৩ জন।

গত ২৬ মার্চ আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে এক লাখ দুই হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পায় মালাবি। এগুলোর ৮০ শতাংশই ব্যবহার করেছে দেশটি। ভ্যাক্সিনগুলো ব্যবহারের মেয়াদ ছিল ১৩ এপ্রিল।


আরও পড়ুন

×