ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আমিরাত-বাহরাইনে ফাইজারের টিকা হবে ‘বুস্টার ডোজ’

আমিরাত-বাহরাইনে ফাইজারের টিকা হবে ‘বুস্টার ডোজ’

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২১ | ০৪:২৭ | আপডেট: ০৬ জুন ২০২১ | ০৪:৩০

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ফাইজারের টিকা সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ‘বুষ্টার ডোজ’ হিসেবে দেওয়া হবে। 

আরব দেশ দুটিতে যারা ইতোমধ্যে চীনের সিনোফর্ম টিকা নিয়েছেন, তাদের ‘বুষ্টার ডোজ’ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ। 

আরব আমিরাতের মুদাবালা হেলথের একজন প্রতিনিধি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সিনোফর্মের দ্বিতীয় ডোজ পরিচালনার আরও ছয় মাস পর এই ‘বুষ্টার ডোজ’ পাওয়া যাবে।  

সেই প্রতিনিধি জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ ছাড়া তারা ফাইজারের টিকা সরবরাহ করবেন না। 

গত বছরের ডিসেম্বরে আবু ধাবিতে সিনোফর্মের টিকা দেওয়া শুরু হয়। এ বছর এপ্রিলে ফাইজার- বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়। কিন্তু এটি কিছু গ্রাহকদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি না করায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে।

পরে আবু ধাবি তৃতীয়বারের মতো  সিনোফর্মের টিকা দিতে শুরু করে। 

বাহরাইন সরকারের  এক প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছেন, টিকাগ্রহীতাদের যোগ্যতা বিবেচনায় ফাইজার- বায়োএনটেক বা সিনোফর্মের যেকোনো একটি ‘বুস্টার ডোজ’ হিসেবে পেতে পারেন। তিনি এর আগে কোন টিকাটি নিয়েছেন সেটি বিবেচনায় নেওয়া হবে না।

তিনি বলেন, কোন টিকাটি ‘বুস্টার শট’ হিসেবে নেওয়া হবে তা সরকার এখনই সুপারিশ করছে না।

গত মে মাসে বাহরাইনে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে প্রতিদিন প্রায় ২ হাজার নাগরিক করোনায় আক্রান্ত হচ্ছেন, যা গত ডিসেম্বরের চেয়ে দ্বিগুণ।

জামা মেডিকেল জার্নালের এক তথ্যে জানা গেছে,চীনা টিকা সিনোফর্ম কোভিডের বিরুদ্ধে ৭৮ দশমিক ১ শতাংশ কার্যকর। তাই সিনোফর্ম ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল গত বৃহস্পতিবার বাহরাইনের স্বাস্থ্যবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়ালিদ খলিফা আল ম্যানিয়াকে উদ্ধৃত করে বলেছে, সিনোফর্ম ভ্যাকসিন ‘উচ্চমাত্রার’ সুরক্ষা দিচ্ছে।

ওয়ালিদ খলিফা বলেছেন, বাহরাইনে যাদের বয়স ৫০ বছরের বেশি বা যারা স্থূলকায় বা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন, তাদের দ্বিতীয় সিনোফর্ম ডোজ পাওয়ার ছয় মাস পরে ফাইজারের ‘বুস্টার শট’ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 


আরও পড়ুন

×