ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উহানের গবেষক ও খনিশ্রমিকদের রোগের তথ্য চান ফাউসি

উহানের গবেষক ও খনিশ্রমিকদের রোগের তথ্য চান ফাউসি

চিকিৎসক অ্যান্টনি ফাউসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২১ | ০৮:২০

উহানের ল্যাবরেটরিতে ২০১৯ সালে তিনজন গবেষক এবং ২০১২ সালে ৬ জন খনিশ্রমিকের মৃত্যুর কারণ সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্টনি ফাউসি। উহান ইন্সটিটিউটের ওই তিন ভাইরাস গবেষক নভেম্বর মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর খনি শ্রমিকরা ২০১২ সালে একটি বাদুড়ের গুহায় প্রবেশ করার পর রোগাক্রান্ত হন। খবর রয়টার্সের।

ড. ফাউসি চীনকে ওই নয় ব্যক্তির চিকিত্সার রেকর্ড প্রকাশ করার আহ্বান জানিয়ে বলেন, তাহলে করোনাভাইরাস কোনো ল্যাবরেটরিতে উৎপন্ন হয়েছে নাকি প্রকৃতি থেকে এসেছে, সে ব্যাপারে ধারণা পাওয়া যেতে পারে।

এই বিষয়ক এক প্রতিবেদনে ড. ফাউসির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‌‘আমি ২০১৯ সালে উহানের ল্যাবরেটরিতে কাজ করা অবস্থায় আক্রান্ত তিন গবেষকের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখতে চাই। তারা কি সত্যিই আক্রান্ত হয়েছিলেন এবং যদি হয়ে থাকেন, তাহলে কীভাবে হয়েছিলেন, সেটা জানতে চাই।’

একই সঙ্গে তিনি আরও ছয় বছর আগে ছয় খনি শ্রমিকের রোগাক্রান্ত হওয়ার ব্যাপারেও জানতে চান বলে জানান। তিনি বলেন, ‘তারাও কি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন? এটা বিশ্বাস করার মতো যে, ওই গুহা থেকে সার্স-কোভ-২ এর ভাইরাস বাইরে ছড়িয়েছিল। আর নয়তো করোনাভাইরাস ল্যাবরেটরিতেই তৈরি হয়েছিল।’

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে চীনের ল্যাবরেটরি থেকে এই ভাইরাস বাইরে ছড়িয়েছে। তবে চীনা বিজ্ঞানী ও কর্মকর্তারা তাদের সে দাবিকে হাইপোথিসিস হিসেবে আখ্যায়িত করে উড়িয়ে দিয়েছে। তারা বলেন, ভাইরাসটি উহানে আঘাত হানার আগে অন্যান্য এলাকায় নিজেদের বিস্তার ঘটাতে পারে। এমনকি আমদানিকৃত হিমায়িত খাদ্য পরিবহন বা বন্যপ্রাণী ব্যবসায়ের মাধ্যমে তা চীনে প্রবেশ করতে পারে।

আরও পড়ুন

×