২৩৮ কোটি টাকায় মহাকাশে বেজোসের সঙ্গী হতে চান যিনি

আমাজন প্রধান জেফ বেজোস- রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২১ | ০০:৪৫ | আপডেট: ১৩ জুন ২০২১ | ০০:৫৮
কয়েকদিন আগেই জানা গেছে মহাকাশে যাত্রা করতে যাচ্ছেন আমাজন প্রধান জেফ বেজোস। এই যাত্রায় তার সফরসঙ্গী খুঁজতে আয়োজন করা হয় নিলামের। সেখানে ২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় (ডলার বিনিময় ৮৫ টাকা হারে) প্রায় ২৩৮ কোটি টাকা দর হেঁকে সর্বোচ্চ দরদাতা হয়েছেন এক ব্যক্তি।
এই অর্থ ব্যয় করে নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তিই হতে যাচ্ছেন মাত্র দশ মিনিটের মহাকাশ যাত্রায় জেফ বেজোসের সফরসঙ্গী। বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন কোম্পানি শনিবার এই নিলামের আয়োজন করে। খবর বিবিসির।
ব্লু অরিজিন কোম্পানি এক টুইট বার্তায় জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিলামে বিজয়ী এই ব্যক্তির নাম প্রকাশ করা হবে।
এই মহাকাশযানের অন্য যাত্রীরা হলেন, মার্ক, বেজোসের ভাই এবং নাম প্রকাশ না করা একজন মহাকাশ পর্যটক।
- বিষয় :
- মহাকাশে যাত্রা
- মহাকাশ
- জেফ বেজোস
- সফরসঙ্গী