অস্ত্র হাতে জার্মানির রাস্তায় ঘুরছে এক ঘাতক

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০৫:৪৭
জার্মানিতে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন।
দেশটির পূর্বাঞ্চলীয় হালে শহরের এ ঘটনার পর ওই ঘাতক পালিয়ে গেছে বলে বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অস্ত্র হাতে ঘাতক এখন রাস্তায় ঘুরছে। বাসিন্দাদের বাড়িতে সাবধানে থাকতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, সেনাবাহিনীর পোশাক পরে বিভিন্ন অস্ত্রসহ হামলাকারীকে পালিয়ে যেতে দেখেছেন তারা।
যে এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে; হামলাকারী সে এলাকা ত্যাগ করার পর পাশেই আরও গুলির শব্দ শোনা গেছে।
বন্দুকধারীর হামলার ঘটনা নিয়ে সরকারিভাবে এখনও কোনও কিছু নিশ্চিত করা হয়নি। নিহতদের পরিচয়ও জানা যায়নি।
কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে সে বিষয়েও বিস্তারিত কিছু পাওয়া যায়নি।
- বিষয় :
- জার্মানি