হাইতিতে ভূমিকম্পে মৃত্যু বেড়ে প্রায় ২ হাজার

হাইতিতে উদ্ধারকাজ চলছে-বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২১ | ০০:৩০
হাইতিতে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১০ হাজার মানুষ।
দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির
স্থানীয় সময় শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ জায়গাটি রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে।
এখনও নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। তাদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ভূমিকম্পে হতাহতদের স্মরণে দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন।