ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তালেবানের আনুগত্য মানতে জনগণকে বোঝানোর দায়িত্ব দেওয়া হলো ইমামদের

তালেবানের আনুগত্য মানতে জনগণকে বোঝানোর দায়িত্ব দেওয়া হলো ইমামদের

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১ | ০৮:১৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২১ | ০৮:১৭

তালেবানের শাসন মেনে নিতে জনগণের প্রতি আহ্বান জানাতে মসজিদের ইমামদের কাছে ফরমান পাঠানো হয়েছে। ইমামদের বলা হয়েছে, তারা যেন জুমার নামাজের সময় জনগণের কাছে তালেবান শাসনের পক্ষ নিয়ে কথা বলে এবং তাদের গুণগুলো তুলে ধরে তাদের অনুগত হওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯৫ জন নিহত হওয়ার পর তালেবানের পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

গত সপ্তাহেই অবশ্য তালেবান নেতারা মসজিদের ইমামদের এ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছিল। নাগরিকরা যাতে দেশ ছেড়ে না পালায়, সে বিষয়ে তাদের বোঝানোর নির্দেশনা ছিল তাদের ওপর। তালেবান বলেছে, ইমামদের উচিত, জনগণকে তালেবানের শাসন মেনে নিয়ে দেশের উন্নতিতে সংঘবদ্ধ হতে উদ্বুদ্ধ করা। জনগণের উচিত শত্রুদের নেতিবাচক রটনায় কান না দেয়া। দেশ ছেড়ে পালিয়ে না যাওয়ার ব্যাপারেও জনগণকে বোঝানোর দায়িত্ব দিয়েছিল তারা ইমামদের।

সংবাদ সংস্থা এপি নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকতার বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯৫ আফগান নিহত হয়েছে। ওই কর্মকর্তা বলেন, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি কারণ অন্যরা মরদেহ সরানোর কাজে জড়িত ছিল। আফগান এবং মার্কিন কর্মকর্তারা আগে বলেছিলেন, বোমা হামলায় কমপক্ষে ৬০ আফগান এবং ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন

×