ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আকস্মিক বন্যার কারণে নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা

আকস্মিক বন্যার কারণে নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা

ঘূর্ণিঝড় আইডার প্রভাবে নিউইয়র্ক সিটিতে আকস্মিক বন্যা দেখা দেয়। ছবি: ইপিএ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০২:২৮ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০২:২৮

ঘূর্ণিঝড় আইডার প্রভাবে রেকর্ড বৃষ্টি ও আকস্মিক বন্যা দেখা দেওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিওর বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকাজুড়ে আইডার কারনে ব্যাপক বন্যা দেখা দেয়ায় এ জরুরি অবস্থা জারি করা হয়।

মেয়র বিল ডি ব্লাসিও জানান, 'নির্মম বন্যা' ও সড়কগুলোতে 'বিপজ্জনক পরিস্থিতির' কারণে নিউইয়র্ক সিটি আবহাওয়াজনিত ঐতিহাসিক একটি ঘটনার সম্মুখীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিওতে জলমগ্ন সাবওয়ে স্টেশন ও লোকজনের ঘরবাড়ি দেখা গেছে। এ ছাড়া বন্যার পানিতে অনেক এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে।

উল্লেখ্য, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইডা। ঝড়টি ক্যাটাগরি ফোর হিসেবে নিউ অরলিন্সের একশ' মাইল দক্ষিণে লুইজিয়ানা উপকূলের ফোর্ট ফরচুনে ঘণ্টায় ১১০ মাইল বেগে আঘাত হানে।

ঝড়টি পরে উত্তরদিকে বয়ে যায় এবং এর প্রভাবে ব্যাপক বন্যা দেখা দেয়।

আরও পড়ুন

×