ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হারিয়ে যেতে পারে হাঙর

হারিয়ে যেতে পারে হাঙর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ | ২১:০৪

হারিয়ে যেতে পারে হাঙর ও কোমোডো ড্রাগন। সমীক্ষায় উঠে এলো এমনই তথ্য। জলবায়ু পরিবর্তন, বাসযোগ্য পরিবেশ ধ্বংস ও অতিমাত্রায় মাছ শিকারের কারণে এমনটি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচার। সংস্থাটি এক সমীক্ষা শেষে বিলুপ্তির মুখে থাকা সামুদ্রিক প্রাণীর তালিকা প্রকাশ করেছে।

তালিকার প্রথম স্থানেই আছে হাঙর। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, হাঙরের ৩৭ শতাংশ প্রজাতি হারিয়ে যাওয়ার পথে। এর জন্য দায়ী হাঙর শিকার বেড়ে যাওয়া, জলবায়ুর পরিবর্তন ও বিচরণ ক্ষেত্রের ক্রমসংকোচন। সে দিন আর বেশি দেরি নেই, যখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে এই প্রাণী। শুধু হাঙর নয়, বিপন্ন প্রাণীর তালিকায় ওপরের দিকেই আছে কোমোডো ড্রাগনের নাম।

সমুদ্রের পানির স্তর বাড়তে থাকায় কোমোডো ড্রাগনের বাসস্থানের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। ৪৫ বছরের মধ্যে এদের ৩০ শতাংশ বাসস্থান পানির নিচে চলে যেতে পারে। তবে আশার আলো দেখা যাচ্ছে টুনা মাছ নিয়ে। বিপন্নের তালিকায় ঢুকে পড়েছিল এটি। সেই তালিকা থেকে বেরিয়ে আটলান্টিক ব্লু ফিন টুনা সামান্য উদ্বেগজনকের তালিকায় স্থান পেয়েছে। সূত্র: আলজাজিরা।

আরও পড়ুন

×