ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

উত্তর মেসিডোনিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

আগুনের শিখা ছড়িয়ে পড়েছে চারদিকে- বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১ | ২১:১৪ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ | ২১:১৪

উত্তর মেসিডোনিয়ার একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার তেটোভো শহরে করোনা করোনা রোগীদের জন্য নির্মিত অস্থায়ী ওই হাসপাতালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার দিকে আগুন লাগে হাসপাতালটিতে। এক ঘণ্টারও কম সময়ে তা নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা বের হয়েছে আসছে হাসপাতাল থেকে। ধোয়া ছড়িয়ে পড়েছে চারদিকে। ঘটনাস্থলে ছুটে আসছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে এক টুইট বার্তায় বলেন, এটা খুবই দুঃখজনক দিন। এখন পর্যন্ত আগুনে দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু এই সংখ্যা বাড়তে পারে।

রোগীদের অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

×