ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের আহত সেনাদের পাশে জিল বাইডেন-প্রিন্স হ্যারি

যুক্তরাষ্ট্রের আহত সেনাদের পাশে জিল বাইডেন-প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি ও জিল বাইডেন

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৫

যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর আহত ও সাবেক সদস্যদের পাশে দাঁড়িয়েছেন দেশটির ফার্স্ট লেডি জিল বাইডেন ও যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। তাদের জন্য তহবিল গড়ে তুলতে অনুষ্ঠানের আয়োজন করছেন তারা।

পেন্টাগনই প্রতি বছর ওয়ারিয়রস গেমস নামে এ অনুষ্ঠান আয়োজন করে থাকে। তবে এবার করোনার কারণে বাতিল করায় সেটি আয়োজনে নেমেছেন জিল ও হ্যারি। রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০১০ সাল থেকে ওয়ারিয়রস গেমস আয়োজন করে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আহত ও সাবেক সদস্যদের জন্য এটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচনা করা হয়। ২০২১ সালে এই আয়োজন হওয়ার কথা ছিল ফ্লোরিডার অরল্যান্ডোয়। তবে করোনা মহামারির কারণে খেলোয়াড় ও তাদের পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তা বাতিল করা হয়।

প্রিন্স হ্যারি আগেও ওয়ারিয়র গেমসে যোগ দিয়েছেন। ২০১৩ সালে কলোরাডোয় যে গেমসের আয়োজন করা হয়েছিল, তাতে যোগ দিয়েছিলেন তিনি। এ ছাড়া বিভিন্ন দেশের আহত সেনাদের নিয়ে যে ইনভিকটাস গেমসের আয়োজন করা হয়, তার প্রতিষ্ঠাতাও তিনি। হ্যারি নিজেও আফগান যুদ্ধে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন

×