ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাকিস্তানের ওপর নজরদারি করবে কোয়াড

পাকিস্তানের ওপর নজরদারি করবে কোয়াড

হোয়াইট হাউসে শুক্রবার কোয়াডের বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ডয়েচে ভেলে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০৪:১৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০৪:১৪

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আফগানিস্তানে নানা সংকট সৃষ্টিতে পাকিস্তানের ভূমিকা রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির ওপর নজরদারি করতে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ কোয়াডের সদস্য দেশগুলোর নেতারা।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে শুক্রবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতকে নিয়ে গঠিত কোয়াডের বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন।

তালেবানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা রয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম মেয়াদের সরকারকে হাতে গোনা যে কটি দেশ স্বীকৃতি দেয়, তাদের মধ্যে ছিল পাকিস্তান। সংগঠনটিকে নানাভাবে সহায়তা করার অভিযোগ রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে। তবে তালেবানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি পাকিস্তান।

আরও পড়ুন

×