স্ত্রীকে খুশি করতে তৈরি করলেন ঘূর্ণমান বাড়ি

বসনিয়ার সেই ঘূর্ণমান বাড়ি। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২১ | ০৬:১১ | আপডেট: ১১ অক্টোবর ২০২১ | ০৬:৩১
একই বাড়ি, একই দৃশ্য দেখতে দেখতে জীবনটা পানসে হয়ে উঠেছিল বসনিয়ার এক দম্পতির। একদিন স্বামীর কাছে স্ত্রী আবদার করলেন, একঘেয়েমি কাটাতে তাদের বাড়ি এমনভাবে তৈরি করতে যেন বাড়ির ভেতর থেকে বৈচিত্র্যময় দৃশ্য উপভোগ করা যায়।
তাই স্ত্রীকে খুশি করতে কাজে লেগে পড়েন ৭২ বছর বয়সী ভজিন কুসিচ। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা না থাকলেও তিনি স্ত্রীর চাওয়ার মতো করেই ঘূর্ণমান একটি বাড়ি বানিয়ে ফেললেন। যেটি ঘুরিয়ে তার স্ত্রী চাইলে সূর্যোদয় দেখতে পারেন আবার রাস্তায় হেঁটে যাওয়া মানুষও দেখতে পারেন। খবর রয়টার্সের
নিজের তৈরি নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে বার্তা সংস্থা রয়টার্সকে ভজিন বলেন, ‘ওর অভিযোগ শুনে শুনে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমাদের এই বাড়ির পুনর্বিন্যাসের আবদার করছিল সে। আমি তাকে বলেছি, আমি তোমার জন্য ঘূর্ণমান একটি বাড়ি বানাব। যখন খুশি তুমি এটি ঘুরিয়ে দিতে পারবে।’
বসনিয়ার উত্তরাঞ্চলে সারবাক শহরের পাশে তৈরি করা বাড়িটি স্থানীয় লোকজনের মধ্যেও বেশ আলোড়ন তুলেছে। সবাই খুব আগ্রহ নিয়ে বাড়িটি দেখতে আসেন। বাড়িটি সাত মিটার অক্ষের চারপাশে ঘোরানো যায়। এর জানালা দিয়ে কখনো ভুট্টাখেত বা খামারের জমি, কখনো জঙ্গল, আবার চাইলে নদীর দৃশ্যও উপভোগ করা যাবে।
সবচেয়ে কম গতিতে ঘুরলেও বাড়িটি ২৪ ঘণ্টায় একটি পূর্ণ বৃত্ত তৈরি করতে পারে। আর সর্বোচ্চ গতিতে ঘুরলে পূর্ণ বৃত্ত তৈরিতে এর সময় লাগে ২২ সেকেন্ড। তবে চাইলে নিজের ইচ্ছেমতো এর গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
কুসিচ বলেন, ‘এটি উদ্ভাবনের কিছু নয়। এমন বাড়ি বানাতে চাই ইচ্ছা আর জ্ঞান।’
তিনি আরও বলেন, এই বাড়িটি বানাতে তার ছয় বছর সময় লেগেছে। আর বাড়িটি অন্য যেকোন বাড়ির থেকে বেশি শক্তিশালী। এটি ভূমিকম্প প্রতিরোধী।