জোট বেঁধে সারাদেশে বিজেপিকে একা করে দিন: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়-ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৭:১১
বিজেপির বিরুদ্ধে লড়তে দেশবাসীকে একজোট হওয়ার বার্তা দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে পুরুলিয়ায় সোমবার মিছিল শুরুর আগে বিজেপিকে নিশানা করে এ বার্তা দেন তিনি।
মমতা বলেন, ‘এনআরসির নামে দেশ থেকে মানুষকে বিতাড়িত করার চক্রান্ত করছে বিজেপি। এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানাচ্ছি। জোট বাঁধুন, তৈরি হন। সারাদেশে বিজেপিকে একা করে দিন।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
পুরুলিয়ায় মিছিল শুরুর আগে মমতা বলেন, ‘নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এই প্রতিবাদ জারি থাকবে। এই আন্দোলন গণতন্ত্র রক্ষার আন্দোলন। কাউকে তাড়ানোর অধিকার বিজেপির নেই। দেশের সব জায়গায় এই আন্দোলন হচ্ছে। শিক্ষার্থীরাও আন্দোলনে শামিল হয়েছেন। তাই তাদের ভয় দেখানো হচ্ছে। দেশের স্বাধীনতা আজ বিপদের মুখে।’
প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম থেকেই সোচ্চার তৃণমূল সুপ্রিমো।
৩ জানুয়ারি শিলিগুড়িতে একই ইস্যুতে পথে নামার কথা রয়েছে মমতার। এর আগে কলকাতায় চারটি ও হাওড়া থেকে কলকাতার ডোরিনা ক্রসিং পর্যন্ত নাগরিকত্ব আইন-এনআরসি বিরোধী মিছিল করেছে তৃণমূল। দলনেত্রীর নির্দেশে প্রতিটি জেলা, বিধানসভা ও ব্লকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে পদযাত্রা হয়েছে।
- বিষয় :
- বিজেপি
- মমতা বন্দ্যোপাধ্যায়
- নাগরিকত্ব আইন