পাকিস্তানের জয় উদযাপনে কাশ্মীরে শিক্ষার্থী আটক

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১ | ০৭:২৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ | ০৭:৩৪
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পাকিস্তানী। নেচেগেয়ে তারা পাকিস্তানের এ জয় উদযাপন করছেন। ১৩ বারের চেষ্টায় বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটি পাকিস্তানের প্রথম জয়।
অবিশ্বাস্য হলেও সত্যি, পাকিস্তানের এমন জয়ে ভারতেরও কেউ কেউ খুশি হয়েছেন! ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের পর, ভারত–অধ্যুষিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত শের-এ-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কিছু শিক্ষার্থীর একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, তারা ভারতের পরাজয়ে উল্লাস করছেন।
এ সময় তাদের ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে উল্লাস করতে শোনা যায়। এই ঘটনায় জম্মু ও কাশ্মির পুলিশ শ্রীনগরের সৌরা পুলিশ স্টেশনে একটি মামলা করেছে।
পুলিশের ভাষ্যমতে, ‘শের–এ–কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের আবাসিক চিকিৎসকেরা পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে এবং আতশবাজি ফুটিয়ে পাকিস্তানের জয় উদ্যাপন করেছে।’
তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৫(A) ও ৫০৫তম ধারা এবং অবৈধ কর্মকাণ্ড নিরোধ আইনের ১৩তম ধারা মোতাবেক অভিযোগ গঠন করা হয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিংকে এ ঘটনার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এই মামলায় দুটি এফআইআর দাখিল করেছি। আবাসিক হলগুলোর পরিচালক, ম্যানেজমেন্ট ও শিক্ষার্থীদের মধ্যে আমরা ভিডিও দেখে যাদের চিহ্নিত করতে পেরেছি, তাদের সবার নামই মামলায় উল্লেখ করেছি। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে কাশ্মীরে অবস্থিত শ্রীনগর মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ভারতের পরাজয়ে আনন্দ প্রকাশ করেন। ভিডিওতে তাদের পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে দেখা যায়। এ ঘটনার জন্য কারানগ পুলিশ স্টেশনে মামলা করা হয়। সূত্র: এএনআই
- বিষয় :
- শিক্ষার্থী আটক
- কাশ্মীর
- জয়
- উদযাপন