ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টয়লেট অকেজো, ডায়াপার পরে আছেন ৪ মহাকাশচারী

টয়লেট অকেজো, ডায়াপার পরে আছেন ৪ মহাকাশচারী

নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থারসহ অন্যরা। ছবি: স্পেস ডটকম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১ | ১০:৩৪ | আপডেট: ০৬ নভেম্বর ২০২১ | ১০:৩৪

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের টয়লেট অকেজো হয়ে পড়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছেন সেখানে কর্মরত মহাকাশচারীরা। শনিবার পর্যন্ত ২০ ঘণ্টার বেশি সময় ধরে তারা ডায়াপার পরে রয়েছেন।

এদের মধ্যে রয়েছেন নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থারও। নাসার পক্ষ থেকে শনিবার এ তথ্য জানানা হয়েছে। খবর এনডিটিভির।

নাসা জানিয়েছে, টয়লেট অকেজো হয়ে যাওয়ায় পৃথিবীর প্রায় ৪০০ কিলোমিটার ওপরে প্রদক্ষিণ করা মহাকাশ স্টেশনে ডায়াপার পরে রয়েছেন চার মহাকাশচারী। তারা হলেন- জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে, নাসার শেন কিমব্রো, মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।

এই চার মহাকাশচারী ছয় মাস ধরে মহাকাশে রয়েছেন। এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু-২ মিশন রকেটে তাদের ফিরে আসার কথা।

আরও পড়ুন

×