লাভে টিকা বিক্রি করছে অ্যাস্ট্রাজেনেকা

অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা- সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১ | ১০:২১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১ | ১০:২৯
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত খরচ করার পর বছরের চতুর্থ ভাগে এসে লাভে টিকা বিক্রি শুরু করেছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।
গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে কর পরিশোধের পরও প্রায় ৬৫ কোটি ডলার লাভ করেছিল কোম্পানিটি। সে তুলনায় এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে নিট ক্ষতির পরিমাণ ১৬৫ কোটি ডলার। শুক্রবার অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি অ্যালেপিয়নকে অধিগ্রহণের জন্য তিন হাজার ৯০০ কোটি ডলার খরচ করেছে অ্যাস্ট্রাজেনেকা। আর এ কারণে এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত খরচ অনেক বেশি হয়েছে কোম্পানিটির। তা ছাড়া এ সময়ের মধ্যে কভিড চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ব্যয় করা হয়েছে বলে জানান অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী প্যাসকেল সোরিয়ট।
শনিবার এক সংবাদ সম্মেলনে প্যাসকেল দাবি করেন, তার কোম্পানি কখনোই উচ্চমূল্যে টিকা বিক্রি করতে চায় না। বরং মানুষকে সাশ্রয়ী মূল্যে টিকা সরবরাহ করতে চায় অ্যাস্ট্রাজেনেকা। অ্যালেপিয়ন কোম্পানিকে অধিগ্রহণের কারণে বিশ্বজুড়ে রোগীদের বিভিন্ন থেরাপি সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।