ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্বামীর হাত ধরে নিউইয়র্কে জাপানের সাবেক রাজকুমারী

স্বামীর হাত ধরে নিউইয়র্কে জাপানের সাবেক রাজকুমারী

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১ | ১০:২৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ | ১০:২৬

স্বামী কেই কোমুরোর হাত ধরে নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন জাপানের সাবেক রাজকুমারী মাকো। ভালোবাসার মানুষকে বিয়ে করতে গিয়ে সম্প্রতি রাজমর্যাদা বিসর্জন দিয়েছেন মাকো। রোববার বাণিজ্যিক একটি ফ্লাইটে টোকিও থেকে নিউইয়র্কের উদ্দেশে স্বামীর সঙ্গে রওনা দেন মাকো। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, গতকাল টোকিওর বিমানবন্দরে ১০০ জনের মতো সংবাদকর্মী উপস্থিত থাকলেও তাদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই মাকো-কোমুরো চলে যান। বিমানবন্দরের কর্মকর্তা ও বিপুলসংখ্যক পুলিশ এ জুটিকে ঘিরে রেখেছিল। নিউইয়র্কে আইনজীবী হিসেবে কাজ করছেন কোমুরো। তার আইন বিষয়ে পড়াশোনাও সেখান থেকেই।

মাকো ও কোমুরোর প্রথম দেখা ২০১২ সালে। সে সময় তারা টোকিওতে ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়তেন। একসঙ্গে পড়াশোনার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে তাদের বাগদান হয়। চলতি বছরের ২৬ অক্টোবর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। রাজপ্রাসাদ ছেড়ে দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধু কোমুরোকেই বিয়ে করেন তিনি।

জাপানের আইন অনুসারে রাজপরিবারের কোনো নারী সদস্য যদি বাইরের কোনো সাধারণ পুরুষকে বিয়ে করেন, তাহলে তিনি রাজকীয় মর্যাদা হারান। তবে পুরুষ সদস্যের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। রাজকন্যা চলে গেলে তাকে অর্থসাহায্য করা হয়, যা দিয়ে তার পরবর্তী জীবন কাটবে। তবে মাকো সেই অর্থও নেননি। অর্থাৎ রাজকীয় তহবিলও প্রত্যাখ্যান করেছেন তিনি।

২০১৭ সালে মাকোর সঙ্গে বাগদানের ঘোষণার পর কোমুরো ও তার পরিবারের বিরুদ্ধে বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। সেগুলোতে অভিযোগ করা হয়, কোমুরোর পরিবার আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত। রাজপরিবারের পক্ষ থেকে বিয়ে বন্ধ করার ক্ষেত্রে এ ঘটনার কোনো সংশ্নিষ্টতা নেই বলে দাবি করা হয়েছিল।

আরও পড়ুন

×