ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ধর্ষকদের দ্রুত সাজা দিতে পাকিস্তানে আইন পাস

ধর্ষকদের দ্রুত সাজা দিতে পাকিস্তানে আইন পাস

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১ | ১২:৫৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ | ১২:৫৮

ধর্ষকদের দ্রুত সাজা দেওয়ার জন্য পাকিস্তানের সংসদে একটি নতুন আইন পাস করা হয়েছে। এ আইনে বলা হয়েছে, ধর্ষণ এবং যৌন নির্যাতনের দ্রুত বিচারের জন্য পাকিস্তান সরকার দেশজুড়ে বিশেষ আদালত স্থাপন করবে।

নতুন আইনে চার মাসের মধ্যে ধর্ষকের বিচার শেষ করার টার্গেট থাকবে। সংঘবদ্ধ ধর্ষণের দায়ে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। খবর বিবিসির।

পাকিস্তানে বর্তমানে নারী ও শিশু ধর্ষণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই কঠোর আইন পাস করা হয়েছে। তবে শরীরে রাসায়নিক প্রয়োগে খোজা করে দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছিল। শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

আরও পড়ুন

×