মুম্বাই অ্যাটাক: চরম কলঙ্কজনক এক অধ্যায়

মেজর জেনারেল মোহাম্মাদ আলী শিকদার (অব.)
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১ | ০৪:৩০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২১ | ০৮:৩৯
বলিউডখ্যাত শহর মুম্বাই। কি নেই, ভারতের গর্ব মুম্বাই। দেশি-বিদেশি পর্যটকদের মোহনীয় বর্ণিলতায় সারা বছর তারকা হোটেলগুলো টইটম্বুর থাকে। ২৬ নভেম্বর ২০০৮। সন্ধ্যা নামতেই একদল মানুষ ঊর্ধ্বগতিতে ছুটতে শুরু করে বাসা-বাড়ির দিকে। বাস, ট্রাম, ট্রেন ভর্তি। অন্য কিছুর দিকে তাকানোর ফুসরৎ কারো নেই। আরেকদল মানুষ ইতোমধ্যে হোটেল-রেস্তোরাঁ আর ক্যাফেতে হাঁটু গেড়ে বসে পড়েছেন। দিনের ক্লান্তি দূর করতে ঠান্ডা-গরম পানীয়তে ঠোট ভেজাতে শুরু করেছেন কেবল। কেউ বুঝতে পারেননি তাদের জন্য কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। রাত ৯টা বেজে ৩০ মিনিট। নাইটকুইন তখনো প্রস্ফূটিত হয়ে পূর্ণ ডানা মেলতে পারেনি। হঠাৎ করেই যেন মুম্বাইয়ের আকাশ ভেঙে পড়ল।
কি হলো, জানতে-বুঝতেই সময় চলে যাচ্ছে। এক মিনিট যেন হাজার মিনিটের সমান। কিছু বুঝে ওঠার আগেই রক্তের স্রোতে ভাসছে মুম্বাইয়ের রাজপথ। জানা গেল, বিখ্যাত তাজ হোটেল ক্যাফে লিওপোল্ড, ওবেরিও ট্রাইডেল্ট হোটেল ও রেল স্টেশনসহ ছয়টি জায়গায় একযোগে সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে। নৃশংস বর্বরতায় নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করছে। কিছু সময়ের মধ্যেই মুম্বাই নিরাপত্তা বাহিনীর ৬টি আক্রান্ত স্থল চারদিক থেকে ঘিরে ফেলে। আক্রমণকারী সন্ত্রাসীরা বুঝতে পারে তাদের আর পালানোর পথ নেই। শুরু হয় দুই পক্ষের স্নায়ুযুদ্ধ। তাজ হোটেলে অনেক বিদেশি পর্যটক রয়েছে- আক্রমণকারীদের প্রধান টার্গেট এটি। এরকম পরিস্থিতিতে সর্বক্ষেত্রে যা হয়, সন্ত্রাসীদের দ্রুত হত্যা বা গ্রেপ্তার এবং একই সঙ্গে নিরীহ জিম্মি হওয়া মানুষের জীবন রক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সতর্ক হওয়া ছাড়া উপায় থাকে না। ফলের সংগত কারণেই সময় গড়িয়ে যাচ্ছিল। ডাকা হয় এলিট কমান্ডো বাহিনী, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি )। শুরু হয় অপারেশন 'ব্ল্যাক টর্নেডো '। ৬০ ঘণ্টার মাথায় ২৯ নভেম্বর সকাল আনুমানিক ৯টায় সবকিছু শান্ত, নিরব, নিস্তব্ধ হয়ে যায়। মোট ১০ জন সন্ত্রাসী ৬ ভাগে ৬টি জায়গায় একযোগে আক্রমণ করে। গোলাগুলিতে ৯ সন্ত্রাসী নিহত হয়। আজমল আমির কাসাব নামের একজন জীবিত গ্রেপ্তার হয়। এবারই প্রথম যে, একজন সন্ত্রাসী স্পটে ধরা পড়ে, যিনি পাকিস্তানি নাগরিক। এর আগে এবং পরে অনেকবার পাকিস্তানি সন্ত্রাসীরা ভারতের অভ্যন্তরে আক্রমণ চালিয়েছে, তাতে সন্ত্রাসীরা আত্মঘাতী হয়েছে, আর নয় তো অন দ্য স্পট গোলাগুলিতে নিহত হয়েছে। তাজ হোটেলসহ ৬টি আক্রমণস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ১৬৬ জন নিহত হয়।
আক্রমণের পরিকল্পনা ও প্রস্তুতিতে পাকিস্তানি বংশোদ্ভূত একজন আমেরিকান নাগরিক, যার ছদ্মনাম ডেভিড হেডলি এবং মূল নাম দাউদ জিলানি, অন্যতম প্রধান ভূমিকা রাখেন। সে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির গুপ্তচর হিসেবে কাজ করার সুযোগে পাকিস্তানে আসে। কাজ করতে গিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সংযোগ হয় জিলানীর। আর জিহাদী উম্মাদনা দেখে আইএসআই তাকে রিক্রুট করে এবং লস্কর-ই-তাইয়্যেবার সঙ্গে কাজ করার জন্য নিয়োজিত করে। ঘটনার অত্যন্ত তিন বছর আগে থেকে বেশ কয়েকবার হেডলি আমেরিকান পাসপোর্টে মুম্বাই আসে। ঘুরে ঘুরে উপযুক্ত টার্গেট ঠিক করে, সবগুলো টার্গেটর ভিডিও করে, যার ওপর ভিত্তি করে পরিকল্পনা হয় এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশর কোনো এক গোপন স্থানে সন্ত্রাসী দল প্রশিক্ষণ গ্রহণ ও আক্রমণের রিহার্সেল করে । আমেরিকার আদালতে জবানবন্দিতে হেডলি স্বীকার করেন এই কাজের জন্য তিনি পাকিস্তান আইএসআই অফিসার মেজর ইকবালের কাছ থেকে ২৮ হাজার ৫০০ ডলার পান। এছাড়া ২৯ হাজার ৫০০ ডলার হেডলি পায় লস্কর-ই-তাইয়্যেবার ডেপুটি হেড সাজিদ মজিদের কাছ থেকে, যিনি সাজিদ মীর হিসেবে পরিচিত।
জিয়া উদ্দিন আনসারী নামের একজন ভারতীয় জিহাদী ২০০৬ সালে প্রথম পাকিস্তানে পালিয়ে যায় , পরে ২০১২ সালে সৌদি আরব থেকে ভারত তাকে ফেরত আনতে সক্ষম হয়। আনসারীর স্বীকারোক্তি অনুসারে, মুম্বাই আক্রমণের জন্য সমস্ত অস্ত্র-গোলাবারুদ দেয় আইএসআই। সে আরো জানায়, ঘটনার সময় করাচিতে অবস্থিত লস্কর-ই-তাইয়্যেবার কন্ট্রোলরুম থেকে আইএসআই অফিসারই অপারেশন নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির সাবেক প্রধান তারিক খোসা ২০১৫ সালে ৩ আগস্ট পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন পত্রিকায় একটি উপ-সম্পাদকীয় লেখেন। তাতে তিনি আইএসআইয়ের কথা এড়িয়ে যান, তবে স্পষ্টভাবে বলেন ১০ জন সন্ত্রাসীই লস্কর-ই-তাইয়্যেবার সদস্য। তারিখ খোসা তার লেখায় উল্লেখ করেছেন, করাচিতে কোথায় আক্রমণকারীদের প্রশিক্ষণ হয়েছে, কন্ট্রোল রুমে কোথায় এবং কোন জাহাজে করাচি থেকে তাদের মুম্বাইয়ের নিকটবর্তী জনসীমানায় আনা হয়েছে। লস্কর-ই-তাইয়্যেবা নেতা হাফিজ সাইদ, নাফিউর রহমান লাখভিসহ যারাই এই মুম্বাই বর্বরতার জন্য দায়ী তাদের বিচার পাকিস্তানের করা উচিত বলে মতামত দিয়েছেন তারিখ খোসা। কারণ তিনি বলেছেন, পাকিস্তানের ব্যবহার করে এই জঘন্যতম অমানবিক নৃশংসতা চালানো হয়েছে। ভারতের আদালতে আজমল কাসাব ও আমেরিকার আদালতের ডেভিড হেডলির স্বীকারোক্তি মোতাবেক অপারেশনটি পরিচালিত হয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া ওরফে শস্কর-ই-তায়বার সরাসরি তত্ত্বাবধানে, আর অস্ত্র, গোলাবারুদ ও প্রশিক্ষণ দিয়েছে আইএসআই।
আন্তর্জাতিক অঙ্গনে সকলেই জানেন মাওলানা হাফিজ সাঈদের নেতৃত্বাধীন লস্কর-ই-তাইয়্যেবা এবং মাওলানা মাসউদ আজহারের নেতৃত্বাধীন জইশ-ই-মুহম্মদ, দুটি সন্ত্রাসী সংগঠন পাকিস্তানি সেনাবাহিনীর বর্ধিত অংশ। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই আক্রমণ ভারতের অভ্যন্তরে তাদের প্রথম আক্রমণ নয় । ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ের ১২ স্থানে একযোগে বোমা বিস্ফোরণ ঘটে, তাতে ২৫৭ জন নিরীহ মানুষ মারা যান। এই আক্রমণের গডফাদার দাউদ ইব্রাহিম এখন করাচিতে বসবাস করছে। ২০০১ সালের ১৩ ডিসেম্বর জইশ-ই-মুহম্মদের সন্ত্রাসীরা দিল্লিতে ভারতের পার্লামেন্ট ভবনে আক্রমণ চালায়। ২০১৬ সালের ২ জানুয়ারিতে জইশ-ই-মুহম্মদের সন্ত্রাসীরা পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমান ঘাঁটির অভ্যন্তরে প্রবেশ এবং প্রায় তিন দিন পুরো বিমান ঘাঁটিকে জিম্মি করে রাখে। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন কুমার সহ বেশ কয়েকজন নিহত হয়। অন্যদিকে ৬ জন সন্ত্রাসী নিহত হয়। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরের উরিতে লস্কর-ই-তাইয়্যেবার সন্ত্রাসীরা আক্রমণ চালায় এবং তাতে ১৯ জন ভারতীয় সেনা নিহত হয়। আবারও ২০১৯ সালের ১৪ জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে জইশ-ই-মুহম্মদের সন্ত্রাসীরা আক্রমণ চালায় এবং ভারতে ৪০ জন ভারতীয় সেনা নিহত হয়। এর পাল্টা হিসেবে ভারতীয় বিমানবাহিনী খাইবার পাখতুনখাওয়ায় অবস্থিত জইশ-ই-মুহম্মদের প্রশিক্ষন ঘাটিতে বিমান আক্রমণ চালায়। পারমাণবিক শক্তির অধিকারি দুই দেশ আবার একবার পরিপূর্ণ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে আসে। কিন্তু শেষ পর্যন্ত উভয় দেশের নেতৃত্বের শুভবুদ্ধির কারণে যুদ্ধ এড়ানো সম্ভব হয়। পাকিস্তান এই সন্ত্রাসী কর্মকাণ্ড ১৯৪৭ সাল থেকে চালিয়ে আসছে। যার ফলে তিনবার দুই দেশ পরিপূর্ণ যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রতিটি যুদ্ধই পাকিস্তান প্রথম শুরু করে।
১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী পারমাণবিক বোমা প্রস্তুত করা শুরু করে , যার ভয়ংকরতায় ১৯৯৯ সালের ৪ জুলাই আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে রীতিমতো বকাঝকা করেন, যা উল্লেখ আছে হুসেন হাক্কামীর লিখিত পাকিস্তান বিটুইন মস্ক অ্যান্ড মিলিটারি গ্রন্থের ২৫৩ পৃষ্টায় । বইয়ের একই পৃষ্ঠায় উল্লেখিত আছে তখন আমেরিকা একটি খসড়া বিবৃতি দেয়, তাতে বলা হয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ওসামা বিন লাদেন ও তালেবানের সঙ্গে যুক্ত হয়ে ভারত ও আফগানিস্তানে সন্ত্রাসী তৎপরতায় জড়িত। উল্লেখিত বইয়ের ১৮৪ পৃষ্ঠায় হোসেন হাক্কানীর বক্তব্যে বোঝা যায়, আজ বিশ্বব্যাপী যে ইসলামিস্ট উগ্রবাদী জঙ্গি সংগঠন গড়ে উঠেছে তার ব্রিডিং গ্রাউন্ড হিসেবে কাজ করছে পাকিস্তান। ভারতের সঙ্গে যা কিছু ঘটে তাতে পাকিস্তান সবসময় কাশ্মীর ইস্যুকে সামনে আনে। ব্রিটিশের ভারত স্বাধীনতা আইন ,হরিসিংহ কর্তৃক স্বাক্ষরিত ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার দলিল, কাশ্মীরের জনপ্রিয় অবিসংবাদিত নেতা শেখ আব্দুল্লাহ কর্তৃক উক্ত সংযুক্তি দলিলের প্রতি পূর্ণ সমর্থন এবং ১৯৪৮ সালের ২১ এপ্রিল গৃহীত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব নম্বর ৪৭-এর মমার্থ অনুসারে সম্পূর্ণ কাশ্মীর ভারতের অংশ। ভারতকে চিরস্থায়ী শত্রু হিসেবে চিহ্নিত করার মাধ্যমে রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনীর সুপ্রিমেসি প্রতিষ্ঠা হওয়ার পাকিস্তানের কখনই গণতন্ত্র প্রসারিত হয়নি। ফলে ভয়াবহ দারিদ্রতা ও উগ্রবাদের কবলে পড়ে পাকিস্তান আজ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। পাকিস্তানের সাধারণ বৃহত্তর মানুষ কষ্টে আছে। ৫০ বছরের মাথায় এসে পাকিস্তান আজ বাংলাদেশ থেকে সবকিছুতে পিছিয়ে পড়েছে।
পাকিস্তান শুধু ভারত নয়, বাংলাদেশের বিরুদ্ধেও জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। প্রতিহিংসা ও ধর্মীয় উগ্রবাদিতা বাদ দিয়ে পাকিস্তানের মধ্যে শুভবুদ্ধির উদয় হলে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ানের চেয়েও দক্ষিণ এশিয়া অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক জোট হতে পারতো। তাতে সমগ্র দক্ষিণ এশিয়ার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেত। পাকিস্তানের কারণেই সার্ক এখনো ভেন্টিলেশনে। ২০০৪ সালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সব সদস্য দেশ একমত হয়ে সার্ক দেশসমূহের মধ্যে কানেক্টিভিটি জোরদার করার জন্য প্রত্যেকটি দেশের মধ্যে পারস্পরিক রোড ও রেল সংযোগ স্থাপনের সিন্ধান্ত হয়। কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তান বেকে বসায় সিদ্ধান্ত আর চূড়ান্ত হতে পারেনি। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পুরো দক্ষিণ এশিয়ার চেহারা বদলে যেত। সুতরাং সার্ক মুখ থুবড়ে পড়ার জন্য পাকিস্তানি মূলত দায়ী। আফগানিস্তানে উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী তালেবান আবার ক্ষমতা দখল করেছে। তালেবান আইএসআইয়ের প্রক্সি ছাড়া অন্য কিছু নয়। ফলে দক্ষিণ এশিয়ায় আবার চরম অশান্তি বার্তা বইছে।
পাকিস্তান সেনাবাহিনী একাত্তরের চরম লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু সেই ক্ষমতা তাদের আর নেই। তাই পরোক্ষভাবে জঙ্গি-সন্ত্রাসী লেলিয়ে ভারতের অভ্যন্তরে রক্তক্ষরণ ঘটানোই তাদের উদ্দেশ্য। সে কারণে ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তানি জঙ্গি সংগঠন মুম্বাইয়ের বর্বরতম আক্রমণ চালায়। তাতে প্রতিহিংসা চরিতার্থ হলেও পাকিস্তানের কোনো লাভ হয়নি। বরং উপমহাদেশের সংহতি, শান্তি ও নিরাপত্তা বিরুদ্ধে চরম কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে মাত্র।