ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ওমিক্রন: বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন স্থগিত

ওমিক্রন: বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১ | ০২:৫৯ | আপডেট: ২৭ নভেম্বর ২০২১ | ০৩:৫৩

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন 'ওমিক্রন' নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ডব্লিউটিও'র সবচেয়ে বড় এই সম্মেলন স্থগিত করা হয়েছে বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর এই সম্মেলন শুরুর কথা ছিল।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন 'ওমিক্রন'কে ইতোমধ্যে 'উদ্বেগজনক' বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 'ওমিক্রন'কে এখন পর্যন্ত পাওয়া করোনার ভয়াবহ ধরনগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হচ্ছে। প্রাথমিকভাবে করোনার এ ধরনের নাম রাখা হয়েছিল বি.১.১.৫২৯।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে করোনার নতুন ধরনটি শনাক্ত হয়েছে। বেলজিয়ামেও একজনের শরীরে 'ওমিক্রন'-এর অস্তিত্ব পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশের ওপর ফ্লাইট চলাচলে জরুরিভিত্তিতে নিষেধাজ্ঞা এনেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যও।

এমন প্রেক্ষাপটে সম্মেলন স্থগিত করার কথা জানিয়ে ডব্লিউটিএর মহাপরিচালক নোজি ওকোনজো-ইওয়েল বলেন, 'দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া খুব সহজ বিষয় ছিল না। কিন্তু সংস্থার মহাপরিচালক হিসেবে সব অংশগ্রহণকারী, মন্ত্রী, প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রত্যেকের স্বাস্থ্য এবং নিরাপত্তাই আমার কাছে প্রধান অগ্রাধিকার।'

আরও পড়ুন

×