ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভারতে হেল্পিকপ্টার বিধ্বস্তে বেঁচে যাওয়া গ্রুপ ক্যাপ্টেনের মৃত্যু

ভারতে হেল্পিকপ্টার বিধ্বস্তে বেঁচে যাওয়া গ্রুপ ক্যাপ্টেনের মৃত্যু

গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং। ছবি: এনডিটিভি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১ | ০২:৩৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ | ০২:৩৮

ভারতে তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বেঙ্গালুরুর সামরিক হাসপাতালে তিনি মারা যান বলে দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন।  

এর আগে তামিলনাড়ুর কুনুরে দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ওয়েলিংটন সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে বেঙ্গালুরুর সামরিক হাসপাতালে নেওয়া হয়েছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। খবর এনডিটিভি।

বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, ভারতের বিমানবাহিনী গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, গত ৮ ডিসেম্বরের হেলিকপ্টার দুর্ঘটনায় বেঁচে যাওয়া গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং সকালে মারা গেছেন। বিমানবাহিনী তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। 

এদিকে মোদী এক টুইটে শোক প্রকাশ করে বলেছেন, গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং গর্ব, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং বীরত্বের সঙ্গে দেশকে সেবা দিয়েছেন। তার এই মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। দেশের প্রতি তার অসামান্য সেবা কখনো ভোলার নয়। তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা রইল। ওম শান্তি।   

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর ভারতীয় বিমানবাহিনীর এমআই সেভেনটিন ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কোইমবাটোরের সুলুর সেনাঘাঁটিতে থেকে নীলগিরির ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ কলেজে যাওয়ার পথে কুন্নুরের গভীর জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে কপ্টারে থাকা ১৪ জন আরোহীর মধ্যে ১৩ জন ঘটনার দিনই মারা যান। নিহতদের মধ্যে দেশটির সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত ও তার স্ত্রী, তার পিএসও, সিকিউরিটি কমান্ডো এবং বিমানবাহিনীর সদস্য রয়েছেন। ওই দুর্ঘটনায় সেদিন একমাত্র বেঁচে ছিলেন বরুন।

আরও পড়ুন

×