ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইউক্রেন সীমান্তে অপতৎপরতা থামায়নি রাশিয়া: ন্যাটো মহাসচিব

ইউক্রেন সীমান্তে অপতৎপরতা থামায়নি রাশিয়া: ন্যাটো মহাসচিব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১ | ০৮:১৯ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ | ০৮:২৪

ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গ বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইউক্রেন সীমান্তে রাশিয়া অপতৎপরতা কমিয়েছে এমন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, উল্টো তাদের কর্মকাণ্ড চলছেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলে ন্যাটো মহাসচিব। খবর আনাদোলুর।

স্টোলটেনবার্গ বলেন, তারা ইউক্রেন ও আশপাশে রাশিয়ার হাজার হাজার সেনা সমাবেশ নিয়ে আলোচনা করেছেন। যেখানে ট্যাংক, কামান, সাঁজোয়া ইউনিট, ড্রোন ও নানা ধরনের ইলেক্ট্রনিক যুদ্ধাস্ত্র রেখেছে মস্কো।

তিনি আরও বলেন, এ ধরনের অপতৎপরতার কোনো ব্যাখ্যা হয় না। এটি সম্পূর্ণ উসকানিমূলক এবং ইউরোপের পরিস্থিতিকে অস্থিতিশীল ও ক্ষুণ্ন করে।

রাশিয়ার সঙ্গে এ জোট ‘সম্পর্ক ভালো’ করার চেষ্টা করবে বলে জানান ন্যাটো মহাসচিব।

ন্যাটো-ইউক্রেন সম্পর্ক নিয়ে স্টোলটেনবার্গ বলেন, ন্যাটো ইউক্রেনকে সাইবার প্রতিরক্ষা কমান্ড ও নিয়ন্ত্রণের বিষয়ে সহায়তা করেছে। এ ছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে জোটের মাধ্যমে বা দ্বিপক্ষীয়ভাবে সরঞ্জাম সরবরাহ করেছে মিত্র দেশগুলো। 

তিনি বলেন, ইউক্রেনকে ন্যাটোর সহায়তা সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং এগুলো কোনোভাবেই রাশিয়ার জন্য হুমকিস্বরূপ নয়।

২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এর পর থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে আসছে মস্কো। গত সাত বছর ধরে রাশিয়া এ নীতি বজায় রেখেছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সীমান্তে সেনা সমাবেশ নিয়ে দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়ছে।

আরও পড়ুন

×