ক্যাপিটল হিলে হামলা, ফ্লোরিডার বাসিন্দা পালমারকে সর্বোচ্চ সাজা

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালান - ওয়াশিংটন পোস্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১ | ০০:২৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ | ০০:২৮
চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ফ্লোরিডার বাসিন্দা রবার্ট স্কট পালমারকে ৬৩ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
শুক্রবার আদালত তাকে এই সাজা দেন বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় পালমারই সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তি।
পালমারের শাস্তির জন্য সরকারি আইনজীবীর আবেদনে বলা হয়, পালমার পুলিশ সদস্যদের লক্ষ্য করে অগ্নিনির্বাপক যন্ত্র, কাঠের তক্তা ও লম্বা খুঁটি নিয়ে হামলা চালান। পরে পুলিশ রাবার বুলেট ছুড়লে পালমারের পেটে গুলি বিদ্ধ হয়।
শুক্রবার পালমারের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন ডিস্ট্রিক্ট বিচারক তানিয়া এস চুটকান। পালমারের শাস্তি একই অভিযোগে ১৪০ জনের বেশি অভিযুক্তের দণ্ড নির্ধারণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালান। ওই ঘটনায় দুইজন পুলিশসহ ৫ জন নিহত হন।