অ্যাস্ট্রাজেনেকার বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ‘কার্যকর’

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২ | ২৩:৪৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ | ২৩:৪৩
অ্যাস্ট্রাজেনেকার টিকা বুস্টার হিসেবে দেওয়া হলে তা করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে উচ্চ অ্যান্টিবডি তৈরি করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাব গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকা এমন দাবি করেছে। খবর রয়টার্সের।
অ্যাস্ট্রাজেনেকা দাবি করেছে শুধু অমিক্রনই নয়, করোনার বেটা, ডেলটা, আলফা, গামাসহ অন্যান্য ধরনের বিরুদ্ধেও ভ্যাক্সজেভরিয়া উচ্চ অ্যান্টিবডি তৈরি করে।
অ্যাস্ট্রাজেনেকা বলছে, করোনার বিরুদ্ধে আগে যারা দুই ডোজ ভ্যাক্সজেভরিয়া বা এমআরএনএ টিকা নিয়েছেন, তাদের ক্ষেত্রে এই টিকার তৃতীয় ডোজের কার্যকারিতা বেশি দেখা গেছে।
- বিষয় :
- অ্যাস্ট্রাজেনেকা
- ওমিক্রন
- করোনা
- বুস্টার ডোজ