বেজোসের প্রমোদতরি যাবে তাই ভাঙা হচ্ছে ঐতিহাসিক সেতু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:৪৪ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৩:৪৪
আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের জন্য তৈরি একটি বিলাসবহুল প্রমোদতরি যাতে নির্বিঘ্নে চলতে পারে, এ জন্য ঐতিহাসিক একটি সেতু ভেঙে ফেলা হচ্ছে নেদারল্যান্ডসে। সেতুটি নেদারল্যান্ডসের রটারডাম শহরে অবস্থিত। রটারডাম কর্তৃপক্ষ সেতুটি ভেঙে ফেলার কথা নিশ্চিত করেছে। ওশানকোর মাধ্যমেই সেতুটি ভাঙার খরচ দেবেন বেজোস।
বিলাসবহুল ওই প্রমোদতরি নির্মাণ করছে ডাচ কোম্পানি ওশানকো। বেজোসের জন্য তৈরি প্রমোদতরিটির দৈর্ঘ্য ৪১৭ ফুট বা ১২৭ মিটার। এটি এতটা উঁচু কোনিংশ্যাভেন নামের ওই সেতুর নিচ দিয়ে চলাচল করতে পারবে না। খবর বিবিসির।
এমন সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, স্টিলের তৈরি এই সেতুর রয়েছে দীর্ঘ ইতিহাস এবং এটি এখন দেশটির জাতীয় স্মৃতিস্তম্ভ। সম্প্রতি সেতুটির বড় ধরনের সংস্কার করা হয়েছিল। এ জন্য ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বন্ধ ছিল যান চলাচল। তখন শহর কর্তৃপক্ষ বলেছিল, তারা এটি আর কখনো সেতুটি ভাঙবে না।