ব্রুকলিনে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুদাসসার নামের এক ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ২১:৫৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের সাইপ্রাস হিলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মুদাস্সার খন্দকার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার স্থানীয় সময় রাত ১২টার পর এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজ নিউইয়র্কের
পুলিশ জানায়, তারা যখন এসেছেন তখন ফুটপাতে এক ব্যক্তিকে অচেতন ও নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ ছিলেন। পরে জানা যায়, তিনি মুদাসসার খন্দকার।
পরে তাকে দ্রুত জ্যামাইকা হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খায়রুল ইসলাম খোকন বলেন, আমাদের সাহায্য দরকার। নিউইয়র্ক শহরজুড়ে অসংখ্য বন্দুক হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনা জরুরিভিত্তিতে বন্ধ হওয়া দরকার।
মোহাম্মদ উদ্দিন নামের এক ব্যক্তি সংবাদমাধ্যম এবিসি৭নিউইয়র্ককে বলেন, এ ঘটনা ঠিক আমার বাড়ির পাশে ঘটেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা তাকে ভালোভাবেই চিনতাম। তার সঙ্গে কারও সমস্যা ছিল না। হুট করে তিনি মারা গেলেন। এটি পুরো কমিউনিটির জন্য দুঃখের খবর। এখন আমি আমার বাচ্চাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, এখন পর্যন্ত এ ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি, তদন্ত চলছে।
- বিষয় :
- নিহত
- গুলিবিদ্ধ
- নিউইয়র্ক
- যুক্তরাষ্ট্র
- ব্রুকলিন