যেভাবে ইউক্রেনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে বিশ্ব

আইফেল টাওয়ার রাঙানো হয় হলুদ ও নীল আলোয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ২২:২৪ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৩৭
তিন দিন ধরে রাশিয়ার সেনাবাহিনীর হামলা ঠেকাচ্ছে ইউক্রেন। এর মধ্যে বিশ্বজুড়ে যুদ্ধকবলিত দেশটির প্রতি নানাভাবে সহমর্মিতা প্রকাশ করছে মানুষ।
এর ধারাবাহিকতায় সহমর্মিতার বহিঃপ্রকাশ হিসেবে আলোর মাধ্যমে হলুদ ও নীল রঙে রাঙানো হয়েছিল বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থাপনা। এ ছাড়া বিশ্বের নানা শহরে বিক্ষোভ সমাবেশ করছেন যুদ্ধবিরোধীরা।
ইউক্রেনের জাতীয় রঙে আলোকিত বিশ্বের নানা স্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের প্রতি সহমর্মিতা প্রকাশে হলুদ ও নীল আলোয় রাঙানো হয়েছিল দ্য লন্ডন আইকে।
প্যারিসের আইফেল টাওয়ারও রাঙানো হয়েছিল হলুদ ও নীল আলোয়।
এ ছাড়াও রোমের কলোসিয়াম, বার্লিনের ব্রেনেনবুর্গ গেট, লন্ডনের ট্রাফলগার স্কয়ারের নেলসন কলাম এবং বুদাপেস্টের ফিশারম্যান ব্যাশন হলুদ ও নীল আলোর মাধ্যমে আলোকিত করা হয়েছিল।
বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।