ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

রাশিয়ার কার্গো জাহাজ আটকে দিয়েছে ফ্রান্স

রাশিয়ার কার্গো জাহাজ আটকে দিয়েছে ফ্রান্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:৪৬ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৪২

ইংলিশ চ্যানেল রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌ বাহিনী। জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের দিকে যাচ্ছিল।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া নতুন নিষেধাজ্ঞার সঙ্গে মিল রেখে রাশিয়ার ওই জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের কর্মকর্তারা।

এক ফরাসি কর্মকর্তা বলেন, ‘বাল্টিক লিডার’ নামে ১২৭ মিটারের রাশিয়ার একটি কার্গো জাহাজটি গাড়ি পরিবহন করছিল। শুক্রবার দিবাগত রাতে ইংলিশ চ্যানেল অতিক্রমকালে জাহাজটির গতিরোধ করে নৌবাহিনী।

জানা গেছে, রাতভর আটকে রাখার পর ফরাসি সরকারের অনুরোধে জাহাজটিকে উত্তর ফ্রান্সের বুলোন-সুর-মের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জাহাজটিতে তল্লাশি করছে ফরাসি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

এদিকে জাহাজ আটকের বিষয়ে ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে ফ্রান্সে অবস্থিত রাশিয়ান দূতাবাস।

আরও পড়ুন

×