প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রীর ইউক্রেনের প্রতি সমর্থন

ছবি: বিবিসি অনলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:০০ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৪৩
ব্রিটিশ যুবরাজ উইলিয়াম এবং তার স্ত্রী ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। শনিবার এক টুইটে এই সমর্থন জানান তারা।
টুইটে এই ব্রিটিশ রাজদম্পতি বলেন, তারা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়েছেন। কারণ তারা ভবিষ্যতের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় বিবিসি অনলাইন।
In October 2020 we had the privilege to meet President Zelenskyy and the First Lady to learn of their hope and optimism for Ukraine’s future.
— The Duke and Duchess of Cambridge (@KensingtonRoyal) February 26, 2022
Today we stand with the President and all of Ukraine’s people as they bravely fight for that future ???????? W & C
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।