নিজেদের শহর রক্ষায় ‘গরীবের গ্রেনেড’ বানাচ্ছেন ইউক্রেনীয় নারীরা

ছবি: বিবিসি অনলাইন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০৫ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৪৫
ইউক্রেনের একটি শহরের প্রাণকেন্দ্রে জড়ো হয়ে ঘাসের ওপর বসে নারীরা মরোটভ ককটেল (পেট্রোল বোমা বা গরীবের গ্রেনেড) বানাচ্ছেন। শহরটির নাম ডিনিপ্রো। শহরটিতে রাশিয়ান সৈন্যদের আগ্রাসন রুখে দিতে এবং নিজেদের বাড়ি ও রাস্তায় প্রতিরোধ গড়ে তুলতে বাড়িতেই এই পেট্রোল বোমা বানাচ্ছেন তারা।
জড়ো হওয়া নারীদের মধ্যে শিক্ষক, আইনজীবী এবং গৃহিণী রয়েছেন। তারা কাঁচের বোতল, ন্যাকড়া এবং জ্বালানি তেল নিয়ে বসেছেন। তারা বলছিলেন, তারা আসলে কী করছে সে ব্যাপারে খুব গভীরভাবে ভাবছেন না, কারণ এক নারী বলেছেন এটা ‘খুব ভয়ঙ্কর’। খবর বিবিসি অনলাইনের।
তারা জানিয়েছেন, তারা যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে চান। এই শহরটিতে এখনো আক্রমণ চালানো হয়নি। কিন্তু এটি ইতোমধ্যে যুদ্ধের মূল্য বুঝতে পারছে। শহরটির ৪০০ শয্যার সামরিক হাসপাতালের সবগুলো শয্যাই পুরো উত্তর ইউক্রেন থেকে আসা আহত সৈনিকে পরিপূর্ণ।
হাসপাতালটির গেটে স্থানীয়দের স্রোত তৈরি হয়েছে যারা ওষুধ, ব্যান্ডেজ এবং সিরিঞ্জ নিয়ে আসছেন এবং কোনো কিছুই ফিরিয়ে দেওয়া হচ্ছে না। আর এক কোনায় পুরুষরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যুদ্ধ করতে নাম লেখাচ্ছেন। শহরের মানুষজনকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলা হয়েছে। কিন্তু তারা বলছেন, এটা এই জন্য না যে তারা এর কোনোটি চেয়েছেন। আসলে তাদের কোনো উপায় নেই।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।