ইউক্রেনে রুশ সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা পুতিনের

ভ্লাদিমির পুতিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ০২:৩৮ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৪৮
ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার বিশেষ বাহিনীর সেনাদের ‘বীরত্বের’ প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা এএফপি রোববার এ খবর জানায়।
পুতিন রুশ বিশেষ বাহিনীর সেনাদের পেশাগত ছুটির দিনে ইউক্রেনে তাদের লড়াইকে ‘বীরত্বের’ সঙ্গে তুলনা করে সেনাদের অভিনন্দিত করেন।
পুতিন টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যারা এখন দনবাসের প্রজাতন্ত্র দুটির জনগণকে সহায়তা প্রদানের জন্য বিশেষ এক অভিযানের সময় বীরত্বের সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করছেন।