ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

লুকাশেঙ্কো বললেন, কঠোর নিষেধাজ্ঞা রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দেবে

লুকাশেঙ্কো বললেন, কঠোর নিষেধাজ্ঞা রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধে ঠেলে দেবে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৩২ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৯:৫০

মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়াকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ দিকে ঠেলে দিতে পারে। 

রোববার স্থানীয় সংবাদমাধ্যমকে লুকাশেঙ্কো বলেন, এখন রাশিয়ার ব্যাংক খাতের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা হচ্ছে। গ্যাস, তেল, সুইফট- সব মিলিয়ে তা যুদ্ধের চেয়ে ভয়াবহ। এসব রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আর এর চূড়ান্ত ফল হিসেবে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে। খবর আরটি’র।

রাশিয়ার সেনারা ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলো নিন্দা জানাচ্ছে। এ ছাড়া দেশগুলো মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


আরও পড়ুন

×