ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় নিষিদ্ধ রাশিয়া

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় নিষিদ্ধ রাশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২২ | ২২:১৮ | আপডেট: ০২ মার্চ ২০২২ | ০৮:৫৯

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়ার সকল ধরণের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে দেশটির আকাশসীমায় সব ধরনের রুশ ফ্লাইট (বাণিজ্যিক ও ব্যক্তিগত) চলাচল নিষিদ্ধ।

মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

বিবিসির খবরে বলা হয়, এর আগে রাশিয়ার উপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কানাডা।

আকাশসীমা ব্যবহারের এই নিষেধাজ্ঞা বিশ্ব থেকে রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করবে এবং অর্থনৈতিকভাবেও চাপে ফেলবে বলে জানান জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইতোমধ্যেই রাশিয়ার মুদ্রা রুবল ৩০ শতাংশ এবং শেয়ার মার্কেট ৪০ শতাংশ মূল্য হারিয়েছে।

এসময় ইউক্রেনের মানুষের শক্ত ও মজবুত মনোবল থেকে শিক্ষা নেয়ার জন্য মার্কিন নাগরিকদের আহ্বান জানান বাইডেন।

তিনি বলেন, রাশিয়ান সেনারা ট্যাঙ্ক নিয়ে কিয়েভ ঘিরে ফেলতে পারে, কিন্তু কখনই ইউক্রেনীয়দের মন জিততে পারবে না।

আরও পড়ুন

×