ইউক্রেন থেকে ফিরে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় শিক্ষার্থী

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ০৩:৫৯ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ০৩:৫৯
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে নিজের দেশের সরকারের কঠোর সমালোচনা করেছেন ভারতীয় এক শিক্ষার্থী। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করতে গেলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যুদ্ধাঞ্চল থেকে নাগরিকদের উদ্ধারে সময়মতো পদক্ষেপ না নিয়ে এমন ফুল দেওয়া পীড়াদায়ক।
ইউক্রেনে যুদ্ধ শুরু হলে দিব্যাংশু সিং নামে বিহারের মতিহারির এই শিক্ষার্থী হাঙেরিতে পাড়ি জমান। আজ তিনি দিল্লি বিমানবন্দরে অবতরণ করলে গোলাপ ফুল দিয়ে তাকে বরণ করা হয়। খবর এনডিটিভি।
ইউক্রেনে ভারতের দূতাবাস থেকে কোনো প্রকার সাহায্য পেয়েছেন কিনা এমন প্রশ্নে এনডিটিভিকে তিনি বলেন, সীমান্ত পাড়ি দিয়ে হাঙেরিতে পৌঁছার পরই কেবল আমরা সাহায্য পেয়েছি। এর আগে দূতাবাস আমাদের কোনো সাহায্য করেনি। যা করেছি সব নিজেরাই করেছি। আমরা ১০ জনের একটি দল ট্রেনে উঠি। ট্রেনটি মানুষে ভর্তি ছিল।
সীমান্তে ট্রেনে উঠতে গেলে ভারতীয় শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে বলে খবর পাওয়া গিয়েছিল। তবে দিব্যাংশু জানিয়েছেন, স্থানীয়রা তাদের সাহায্য করেছেন। তিনি বলেন, স্থানীয়রা আমাদের সাহায্য করেছে। কেউ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেনি। তবে এটা ঠিক কিছু শিক্ষার্থী পোল্যান্ড সীমান্তে হয়রানির শিকার হয়েছিল। আমাদের সরকার এর জন্য দায়ী। ঠিক সময়ে যদি তারা পদক্ষেপ নিতো তাহলে আমরা খুব বেশি সমস্যার মুখোমুখি হতাম না। যুক্তরাষ্ট্র প্রথমই তাদের নাগরিকদের চলে যেতে বলেছে।
বিমানবন্দরে দেওয়া গোলাপ উঁচিয়ে এই শিক্ষার্থী বলেন, এখন আমরা এখানে, আর এটা (গোলাপ) দেওয়া হচ্ছে। আসল কথা কি? এটা দিয়ে আমরা কি করবো? সেখানে যদি আমাদের সঙ্গে কিছু হতো তাহলে আমাদের পরিবার কি করতো?
এ সময় তিনি জানান তারা ঠিক সময়ে পদক্ষেপ নিয়েছেন এবং অন্যরা তাদের পথ অনুসরণ করায় কম সমস্যায় পড়েছেন। তিনি বলেন, সঠিক সময়ে কাজ করলে সরকারকে এখন ফুল দেওয়ার দরকার পড়তো না। আমাদের পরিবার খুব উদ্বিগ্ন ছিল।
এদিকে ভারতের কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, আজ রোমানিয়ার বোখারেস্ট থেকে আটটি, সেসভা থেকে দুটি, স্লোভাকিয়ার কোসিস থেকে একটি, হাঙেরির বুদাপেস্ট থেকে পাঁচটি এবং পোল্যান্ডের রজেসজো থেকে তিনটি ফ্লাইটে মোট ৩৭২৬ জন ভারতীয় দেশে আসবেন।
অন্যদিকে বিমান বাহিনীর চারটি বিমানে ৭৯৮ জন ভারতীয় দিল্লির হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছেন। এ ছাড়া বোখারেস্ট থেকে ১৮৩ জন ভারতীয় নিয়ে একটি ফ্লাইট মুম্বাইয়ে অবতরণ করেছে। কেন্দ্রীয় মন্ত্রীরা ফুল নিয়ে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে ইউক্রেন ফেরত শিক্ষার্থীদের বরণ করছেন।