ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উইমেন’স প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত

উইমেন’স প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪ | ০০:০২

কথাসাহিত্যের জন্য উইমেন’স প্রাইজের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যের এ বার্ষিক সাহিত্য পুরস্কারের জন্য তালিকায় স্থান পেয়েছে ছয়টি উপন্যাস। অ্যান এনরাইটকে ‘দ্য রেন, দ্য রেন’ উপন্যাসের জন্য চূড়ান্ত তালিকায় মনোনীত করা হয়। এক বিখ্যাত আইরিশ কবির মেয়ে ও নাতনিকে নিয়ে তাঁর এ উপন্যাস। এনরাইট ‘দ্য ফরগটেন ওয়াল্টজ’ এবং ‘দ্য গ্রিন রোড’ গ্রন্থের জন্য এর আগে দুইবার এই পুরস্কারের জন্য চূড়ান্ত তালিকাভুক্ত হয়েছেন।
ইসাবেলা হাম্মাদ ‘এন্টার ঘোস্ট’-এর জন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন– একজন অভিনেতা, যিনি লন্ডন থেকে ফিলিস্তিনে তার বোনের সাথে দেখা করতে ফিরে আসেন, তাকে নিয়েই এই উপন্যাস। উপন্যাসটি অ্যাস্পেন ওয়ার্ডস সাহিত্য পুরস্কারের চূড়ান্ত তালিকায়ও স্থান পেয়েছে।
ভি.ভি. গণেশনান্থনকে ‘ব্রাদারলেস নাইট’ উপন্যাসের জন্য চূড়ান্ত তালিকায় মনোনীত করা হয়। শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধে আটকে পড়া এক কিশোরীকে ঘিরে এই উপন্যাস আবর্তিত। অন্যদিকে, কেট গ্রেনভিলকে ‘রেস্টলেস ডলি মান্ডার’ উপন্যাসের জন্য মনোনীত করা হয়। একজন অস্ট্রেলীয় নারী, যিনি একজন স্ত্রী ও মা হিসেবে সমাজের চিন্তাকে আগ্রাহ্য করেন, তাঁকে ঘিরে এ উপন্যাসটি রচিত। ‘দ্য আইডিয়া অব পারফেকশন’ উপন্যাসের জন্য গ্রেনভিল ২০০১ সালে এ পুরস্কার জিতেছেন। সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছে ক্লেয়ার কিলরয়ের ‘সোলজার, সেইলর’। একজন নারীর মা হওয়ার বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলো সেখানে উঠে এসেছে।

আরও পড়ুন

×