ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রদর্শনী

উপমহাদেশের আধুনিক গ্রাফিক শিল্পকর্মের নন্দনভুবন

উপমহাদেশের আধুনিক গ্রাফিক শিল্পকর্মের নন্দনভুবন

শিল্পকর্ম :: শহীদ কবির

নিসর্গ সনাতন

প্রকাশ: ৩১ মে ২০২৪ | ০০:১৪

উত্তরার গ্যালারি কায়ায় গত ২৭ মে শুরু হয়েছে প্রদর্শনী এক্সপ্রেশন্স ইন গ্রাফিক্স। প্রদর্শনীতে বাংলাদেশ এবং ভারতের ২৭ জন কিংবদন্তি ও নতুন শিল্পীর মানোত্তীর্ণ শিল্পকর্ম স্থান পেয়েছে। 
যাদের শিল্পকর্ম নিয়ে এ আয়োজন, তারা হলেন– মুর্তজা বশির, মকবুল ফিদা হুসেন, কে জি সুব্রহ্মণ্যন, মাহমুদুল হক, রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, শহীদ কবির, আবুল বারক আলভী, আনিসুজ্জামান, অঙ্কুর সিনহা, অতীন বসাক, রতন মজুমদার, চন্দ্র শেখর দে, দেবাশীষ রায় ভৌমিক, ফাহাদ উদ্দিন, কামরুজ্জামান সাগর, মুসলিম মিয়া, নগরবাসী বর্মণ, জয়ন্ত নস্কর, পুষ্পল দেব,   আবদুল্লাহ আল বশির, আস্মিতা আলম শাম্মী, জুটন চন্দ্র রায়, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, কাওসার শিকদার ও কামরুল খান।
তাদের ভেতর মকবুল ফিদা হুসেন, কে জি সুব্রহ্মণ্যন, মুর্তজা বশীর ও মাহমুদুল হক এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন। ভারতীয় শিল্পী মকবুল ফিদা হুসেন ও কে জি সুব্রহ্মণ্যনের চিত্রকর্মগুলো বিশেষ ব্যবস্থায় ভারতীয় সংগ্রাহকের কাছ থেকে চুক্তিভিত্তিক কর্জ করে আনা হয়েছে বলে জানা যায়। 
শিরোনাম থেকেই অনুমেয়, ছবিগুলো গ্রাফিক শিল্পের অন্তর্গত। সুতরাং এতে এচিং, উডকাট প্রিন্ট, লিনোকাট, লিথোগ্রাফ, অ্যাকুয়াটিন্ট, সেরিগ্রাফ প্রভৃতির মাধ্যমে করা শিল্পকর্ম স্থান পেয়েছে। 
ছবিগুলোর ভেতর উল্লেখযোগ্য– গ্রিন অ্যান্ড গ্রে (আবুল বারক আলভী), মাই গুলশান ডেজ ২ (আনিসুজ্জামান), ট্রান্সফরমেশন অব টাইম (আস্মিতা আলম শাম্মী), মেটামরফোসিস ৫ (অতীন বসাক), আর্লি মর্নিং রিল্যাক্সেশন (চন্দ্রশেখর দে), দ্য চেঞ্জ অ্যাহেড (জয়ন্ত নস্কর), শিরোনামহীন (কে জি সুব্রহ্মণ্যন), গ্ল্যাডিয়েটর (কামরুজ্জামান সাগর), বিউটি অব ভিলেজ (কাওসার শিকদার), ১০০% লিটারেসি (মকবুল ফিদা হুসেন), এটার্নাল মাদার (মকবুল ফিদা হুসেন), স্টোন অন স্টোন (মাহমুদুল হক), ইমেজ ১০ (মুর্তজা বশীর), সেল্ফ পোর্ট্রেট (মুর্তজা বশীর), সাধনা (মুসলিম মিয়া), ইয়েলো ফিশ (নগরবাসী বর্মণ), দ্য স্কাইওয়ার্ড লাইট (নগরবাসী বর্মণ), স্পেকটেকুলার (পুষ্পল দেব), বার্ডস আর চিরপিং (রফিকুল ইসলাম), দ্য ক্রো (রফিকুন নবী), মেল্টেড আই (রতন মজুমদার), শিরোনামহী ১, ২, ৩ (শাহাবুদ্দীন আহমেদ), দ্য স্ট্রিট সার্কাস (শহীদ কবির)। 
প্রতিটি ছবি স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত, বর্ণিল ও নজরকাড়া। বিশ ও একুশ শতকের এই চিত্রকর্মগুলোর ভেতর আধুনিকতার বৈশিষ্ট্য বজায় আছে বলেই মনে হয়। গ্রাফিক-ভিত্তিক হওয়ায় শিল্পকর্মগুলোর বিনিময়মূল্য সাধারণ সংগ্রাহকদের ক্রয়সীমার ভেতর বলেই মনে করা হচ্ছে।
 

আরও পড়ুন

×