জিয়াউল আহসানের স্ত্রীর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১৭:০৫
বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের ১৬৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে চারটি ব্যাংকে থাকা তিন কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এদিন দুদকের উপপরিচালক মো. জাবেদ হোসেন সজল এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট ও পাঁচটি বাড়িসহ একশত বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে তার নয়টি ব্যাংক হিসাবের এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।