নরসিংদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ০০:০৯ | আপডেট: ০৪ জুন ২০২৫ | ০০:২৬
নরসিংদীতে ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু উত্তোলন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
জনস্বার্থে এলাকাবাসীর পক্ষে আলোকবালী গ্রামের হানিফা মিয়ার করা রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ মে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
মঙ্গলবার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী সিরাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, হাইকোর্ট রুলসহ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নির্দেশ দিয়েছেন। এছাড়া জেলা প্রশাসক বরাবর দেওয়া এ-সংক্রান্ত আবেদনটি ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। জনস্বার্থে এলাকাবাসীর পক্ষে আলোকবালী গ্রামের হানিফা মিয়ার করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন।
আইনজীবী সিরাজ উদ্দিন জানান, ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার সচিব, নরসিংদীর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ৯ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৯ এপ্রিল জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, আলোকবালী ইউনিয়নের ১৩৯ জন কৃষকের কয়েকশ’ বিঘা জমি থেকে স্থানীয় ভূমি দস্যু কাইয়ুম মিয়া অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এতে কৃষকরা জমি হারিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি।
- বিষয় :
- হাইকোর্ট