ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল কারাগারে

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল কারাগারে

মোহাম্মদ মনিরুল মাওলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৫ | ২০:১০

অর্থ আত্মসাৎ ও অর্থের উৎস গোপনের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী পরিচালক (সিইও) মোহাম্মদ মনিরুল মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
 
সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংস্থাটির উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত। 

এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, এটা যেহেতু দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এ দায়ের করা মামলা। তাই ঢাকায় এ মামলার জামিন বা রিমান্ড শুনানি করার সুযোগ নেই। ঢাকার আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ মামলার জামিন বা রিমান্ড বিষয়ে শুনানি চট্টগ্রামের আদালতে হবে।
 
এর আগে গত ২২ জুন দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মনিরুল মাওলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মনিরুল মাওলার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি ইসলামী ব্যাংকের মোট ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং আত্মসাৎকৃত অর্থের প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করতে তিনি অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করেছেন।

আরও পড়ুন

×