শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ ট্রাইব্যুনালের

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ০২:৪৩ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ০৩:১৪
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র থেকে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ জুলাই দিন ধার্য করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। এ মামলার অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
- বিষয় :
- শেখ হাসিনা
- ট্রাইব্যুনাল