ডায়াপার র্যাশ দূর করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৩৪
ডায়াপার র্যাশ শিশুদের জন্য খুবই স্বাভাবিক। বাবা-মায়ের অবহেলার কারণেই সবসময় এমনটা হয় এটা ভাবা ঠিক নয়। তবে এ ধরনের র্যাশ দূর করতে শুরু থেকেই ব্যবস্থা গ্রহণ না করলে এটা খারাপের দিকে যেতে পারে।
কখনও কখনও দীর্ঘ সময় নোংরা ডায়াপার পরে থাকলে র্যাশ ওঠে। কখনও আবার খাবারে অ্যালার্জি, সংবেদনশীল ত্বকের কারণে এটা হতে পারে।
এ ধরনের র্যাশ দূর করতে ওষুধের ব্যবহারের আগে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। এতে শিশুর অস্বস্তিও অনেকটা কেটে যাবে। যেমন-
বেকিং সোডা : ক্ষত সারানোর জন্য বেকিং সোডার তুলনা নেই। এটি ডায়াপারের র্যাশ দূর করতেও কার্যকরী। চার কাপ পানিতে দুই টেবিল চামচ বেকিং সোডা যোগ করে মিশ্রণ তৈরি করুন। যখনই শিশুর ডায়াপার পরিবর্তন করবেন তখন এ মিশ্রণটি শিশুর আক্রান্ত স্থানে লাগাবেন। নতুন ডায়াপার পরানোর আগে পরিষ্কার কাপড় দিয়ে শিশুর ত্বক পরিষ্কার করুন।
নারিকেল তেল : ডায়াপার র্যাশ দূর করার আরেকটি সহজ পদ্ধতি হলো নারিকেল তেল ব্যবহার। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল এবং ময়েশ্চারাইজিং উপাদান ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ত্বক সুরক্ষা করে। প্রতিবার ডায়াপার পরিবর্তনের সময় শিশুর ত্বকে এ তেলটি ব্যবহার করুন। এতে ত্বকে আর্দ্রতা বজায় থাকবে।
ডিমের সাদা অংশ : ডিমের সাদা অংশও এমন র্যাশ সারাতে বেশ কার্যকরী। আক্রান্ত স্থানে কয়েকদিন ডিমের সাদা অংশ ব্যবহার করুন। এতে র্যাশের সমস্যা দূর হবে।
বুকের দুধ : মায়ের দুধ শিশুকে বিভিন্ন সংক্রমণ হাত থেকে রক্ষা করে। আশ্চর্য ব্যাপার হলো, বুকের দুধ ডায়াপার র্যাশ দূর করার ক্ষেত্রে বেশ কার্যকরী। এজন্য ত্বকের আক্রান্ত স্থানে কয়েক ফোঁটা বুকের দুধ ফেলে আলতোভাবে ম্যাসাজ করুন। নতুন ডায়াপার পরানোর আগে স্থানটি শুকাতে দিন। এতে সমস্যা কমে যাবে। সূত্র : হেলদিবিল্ডার্জড